খবরের সময় নিউজ পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক মুক্তমত পত্রিকার রির্পোটার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত । 268 0
ছবি, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মোঃ মনিরুজ্জামান কামাল
আলমগীর কবীর
গত শনিবার ৪এপ্রিল ২০২০ইংঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জৈনাবজার এলাকায় গাজীপুরে আসার সময় বিকাল ৫.০০ঘটিকার সময় দুর্ঘটনায় পতিত হন"খবরের সময়"নিউজ পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক মুক্তমত পত্রিকার সিনিয়র রির্পোটার জনাব মোঃ মনিরুজ্জামান কামাল (৪২ ) ।দুর্ঘটনার পর আশপাশের পথচারীদের সহযোগীতায় তাকে অন্য একটি মাইক্রোবাস যােগে ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়।ঘটনাস্থলের অদূরে ডিউটিরত গাজীপুর মাওনা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক জনাব আইয়ুব আলী জানান মাওনা চৌরাস্তারদিকে আসা মটর সাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে উল্টোপথে আসা সি এন জি ,র মুখোমুখি সংঘর্ষ হয় ,এতে মটর সাইকেল চালক সাংবাদিক মনিরুজ্জামান কামাল গুরুতর আহত হন।অপর দিকে সি এন জি চালক গাড়ী রেখে দুঘটনার স্থান থেকে তাৎক্ষনিক পালিয়ে যায়।সিএনজি গাড়ীটি জৈনা বাজার এলাকায় একটি গ্যারেজে আটক অবস্থায় স্থানীয় একজনের জিম্মায় আছে আর মটর সাইকেলটি উদ্ধার করে মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।এদিকে সাংবাদিক মনিরুজ্জামান গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন । কর্তব্যরত ডাঃ জানান রোগীর ডান হাতের কুনইয়ের উপরের হাড় ভেঙ্গে গেছে ,প্লাষ্টার করা হয়েছে । নিয়মিত চিকিৎসা চলমান রয়েছে তবে ভাঙ্গা হাড় জোড়া লাগতে বেশ কিছুদিন সময় লাগবে ।